১. যেখানে পথ নেই মৃত্যুর পথে যেতে ভয় পাই। তীব্র মাথা যন্ত্রণার ভিতর তোমাকে মনে করা আরও ভয়ানক। রেল লাইন পার করলেই তোমার বাড়ি পৌঁছানো যাবে, তারপর একটা ছোট ডোবা, তারপর তুমি। শান্তির জন্য তোমার বাড়ি পৌঁছে যেতে চাই বারবার কিন্তু ডোবা পার করতে পারিনা। আমার অনির্দিষ্ট বাড়িতে কোনো সচল জীব আসেনা যখন থেকে বড় হলাম। তুমি অবধি পৌঁছানো বেঁচে থাকার চেয়েও জটিল ভাবলে আশ্চর্য হই। ২. তুমি একটি অবলুপ্তির মত একতলা বাড়ির মাথা ভেঙে যাওয়ায় যে অপমান লেগে থাকে, সেখানে মার্কেজ আমি লুকিয়ে রাখি…
Read Moreবর্ণালী দত্ত

জন্ম ও বেড়ে ওঠা উত্তর চব্বিশ পরগনার একটি গ্রামে। বর্তমানে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের ইংরাজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। ভালো লাগে পাহাড়, গান ও সাহিত্য।