ম্যাড মঙ্ক ১. ঘর পেরিয়ে যাও তোমরা, আর আমার ভেতর দাঁড়াও, আমিই এক পথ, যে পথে তোমাদের আসা যাওয়ার মধ্যবর্তী সময়টুকু আলো পায় এই সরাইখানায় তোমাদের স্বাগত, এই স্যাঁতস্যাঁতে প্রায়ান্ধকার ঘর তোমাদের কনফেশন রুম, এই ঘর তোমরা পেরোতে পেরোতে রাশিয়ার মানচিত্র পেরিয়ে গ্রীসের দিকে চলে যাও, সেই অর্থোডক্স গির্জায় অতএব, পবিত্রকরণ… এই দেহের ভেতর বোকা গ্রিশকা ধারণ করেছে কত আত্মা, তার চৌখুপি ভরে উঠেছে কথায়, অথচ যাকে তোমরা বিশ্বাস করছো, সে তোমাদের তামার থালার ভেতরে দস্তাটুকু ভরে দেবে এমন সংশয় তোমাদের হয় না, হাঃ, ধর্ম অন্ধ, এই কৃষকশ্রেণীর অতীন্দ্রিয়তা তোমরা…
Read Moreশুভ আঢ্য
উত্তর কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা। পড়াশুনো বরানগর রামকৃষ্ণ মিশন। স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর ও ম্যানেজমেন্ট। মূলত লিটিল ম্যাগাজিন ও ওয়েব ম্যাগাজিনে লেখালিখি করা হয়। প্রকাশিত বই - ব্লেড রানার (ধানসিড়ি), আওকিগাহারা ও জোকিং - আ - পার্ট (সৃষ্টিসুখ)। প্রিয় মানুষ - যে কোনো এলিয়েন, প্রিয় খাদ্য - ছায়া, প্রিয় টিফিনবক্স - কালো ও স্টিলের। প্রিয় হাত - যা পিঠে রাখেনি কেউ কোনোদিন।