পূর্বা মুখোপাধ্যায়ের কবিতাগুচ্ছ

শীত এখন আমরা সব ভুলে ভুলে যাই। বয়স হয়েছে। কোনও হুটোপাটি নেই। রয়েসয়ে গল্প হয়। তারিয়ে তারিয়ে। এ ওর সমস্যা বুঝি,সমাধান চাই। আমাদের যৌথ সমস্যা নেই কোনও। আমাদের শীতকাতরতাগুলি ঘুমন্ত এখন বেলা-অবেলার অঙ্ক ভুলে গিয়ে, মুগ্ধ তন্দ্রাতুর সূক্ষ্ম সুতোর কাজে সেজে ওঠে পশমিনা দিয়ে। দূর রুপোলি জুলফির দিকে তাকিয়ে নির্লজ্জ চোখ বলেছে আমায় রোদের ঝালর দেখছি, অন্য কিছু নয় বিদ্যুৎ এলাকা ছেড়ে চলে গিয়ে স্বীকার করেছে, সে এই রোদের খুবই দূরাত্মীয় হয়। ইশারা চিত্রার্পিত ভাষা। এক তুমুল বাইসন। আমার কীলক লিপি। রক্তে লেখা খিদে। যে পালায় স্বপ্নে তাকে বাস্তব অক্ষরে…

Read More