সিদ্ধার্থ পাল

Monsoon in Kolkata

Photography by Siddhartha Paul

ছবি ও লেখাঃ সিদ্ধার্থ পাল


প্রায় শেষ হয়ে গিয়েছিল আঁকা , তবু জল ঢুকে গেল ক্যানভাসে
হেডফোন থেকে পঙক্তি কাশে “কেন মেঘ আসে হৃদয়-আকাশে …

 

সকাল দুপুর একই রঙের যেমন বিকেল গোধূলি
চেনা ঝুলি থেকে বের করেন প্রিয় দালিমাপের তুলি

 

কোলাকুলি হোক আড়াআড়ি  সিধে
শুভেচ্ছা রইল পবিত্র ঈদের

 

দুখানা ঝুমকো বৃষ্টি দুকানের দুল তোর
ছাইরঙা স্বপ্ন বুনছি , দুকাঁটা সোজা দুকাঁটা উল্টো

 

বৃষ্টির অক্ষরময় উপন্যাসের গদ্য
কবিতা লেখা সম্ভব যন্ত্রণা না পেলে সদ্য ?

 

ঘুরিয়ে ফিরিয়ে চিরকাল মন কেমনের স্বভাব
তোমাকেও নিজস্ব ভাবলে থাকবে কারণের অভাব ?

 

বৃষ্টির অক্ষরমালাগুলি আলো রং এ ভিজেই
আশ্চর্য বাক্য রচনা করে – যার মানে বোঝে না নিজেই

 

মনখারাপের চিঠি দেওয়া নেওয়া করবে বলে
বহুদিন ঘুমিয়ে কিছু জানলা এবার উঠল জ্বলে

 

বারংবার আশীর্বাদে ধন্যঅনাবিল নিঃস্বতাই চরম সুখ
মৃত্যুর প্রত্যন্ত সহ্যেও যেন পাই এমন প্রশান্ত পরম মুখ

 

ছাতা সঙ্গে থাকতেও ভেজে বৃষ্টিতে
এমন মানুষ দেখলাম না জীবনের হিস্ট্রিতে

Facebook Comments

Related posts

Leave a Comment