‘বহুরূপী’ পশ্চিমবাংলার অত্যন্ত প্রাচীনতম একটি লোকশিল্প। বহুরূপী কথার অর্থ হলো বহুরূপে যার প্রকাশ। এনারা মূলত গ্রামীণ লোকশিল্পী যারা নানা রূপ ধরে, গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষের মনোরঞ্জন করেন এবং জীবিকা নির্বাহ করেন। লোকসংস্কৃতির গবেষকরা মনে করেন যারা বহুরূপী সাজেন তাদের পূর্বপুরুষদের অনেকেই মধ্যযুগে সামন্ত রাজাদের এবং পরবর্তীকালে ইংরেজ আমলে জমিদারদের অধীনে কাজ করতেন পাইক, পেয়াদা, বরকন্দাজ হিসেবে। বহুরূপীরা নিজেরাই নিজেদের রূপসজ্জা করেন এবং গ্রামের বিভিন্ন প্রান্তে ও শহরে ঘুরে ঘুরে নাচ গান করে মানুষের মনোরঞ্জন করে নিজেদের জীবিকা নির্বাহ করেন। কখনো তাদের রুপে ধরা পড়ে পৌরাণিক কোন…
Read Moreসৌমাল্য দণ্ডপাট
সৌমাল্য দণ্ডপাট একজন ভিজুয়াল আর্টিস্ট, গ্রাফিক ডিজাইনার এবং স্ট্রীট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার। খুব ছোট বয়সে ফটোগ্রাফির প্রতি সৌমাল্যের আগ্রহ জন্মায় তার মায়ের কাছ থেকে এবং পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজে ভিসুয়াল আর্ট এবং গ্রাফিক ডিজাইন নিয়ে উচ্চশিক্ষা লাভের সুবাদে ফটোগ্রাফির প্রতি সৌমাল্যের আগ্রহ আরো ত্বরান্বিত হয়। বিভিন্ন বিদেশি ফটোগ্রাফারের পাশাপাশি ভারতীয় কিংবদন্তি ফটোগ্রাফার রঘু রাই এবং ভিনিত ভরা প্রমুখের কাজ থেকে অনুপ্রাণিত হয়ে সৌমাল্য ফটোগ্রাফির একটি বিশেষ বিভাগ স্ট্রিট এবং ডকুমেন্টারি তে কাজ করা শুরু করে এবং প্রতিনিয়ত এই বিভাগের শিক্ষানবিশ হিসেবে নিজেকে অন্বেষণ করে চলেছে।