সেবন্তী ঘোষ-এর কবিতাগুচ্ছ

পাহাড় বিষয়ে আমি যা জানি বৃষ্টি বৃষ্টি বড়ো চেনাশোনা এখানে যে কোন সময় পথ হয়ে ওঠে ঝোরা আবার বাক ঘুরলেই কোথায় কী? কম্বলের মতো মেঘের দল ভিজিয়ে দেয় লাল টুকটুকে নাকের ডগা মেয়েটির ছাতার নিচে মিহি জল ঝরে হেয়ার পিনে মসৃন গিয়ার টানতে টানতে ফাটা জিন্সের প্রেমিক সংগীতের ধুনে ইশারা দিয়ে যায়- বৃষ্টির দল ওকে ঘিরে নামে পর্দার মতো সম্ভ্রান্ত ইয়াকের দুধের ছুরপি আর মোমোর ভাপ নিতে নিতে টিনের ছাদের ওপর যেই সুর তোলে জল গিটার ধরবে বলে মগ্ন যুগল, শেষ ট্রিপ ছেড়ে চলে যায় বাঁধ ফড়িং জানে ওই শ্যাওলা…

Read More