ছায়াহরিণের বন ১. মাঠ ভেঙে জল ভেঙে পুরোনো সঞ্চয় ভেঙে এতটা এসেছ এবার জিরোও তবে, স্নান সেরে এসো নধর ফুলের মাংস নিভু আঁচে উনুনে বসিয়ে নিজের ছায়ার সঙ্গে জুয়া খেলো কিছুক্ষণ বিড়ি টানো, কাশো ছায়াহরিণের বনে অস্ত্র হাতে কখনো যেয়ো না হোক না বেসুরো, গান ধরো শরীরে লুকোনো আলো দিয়ে রাত্রির ঠোঁটের ধার ছেঁটে দাও যত্নসহকারে ২. নিপুণ সেলাই থেকে, কেকা থেকে কী কৌশলে নিজেকেই সরিয়ে নিয়েছ যেন দরজা ছিল, আর নেই আঘাতের বিপ্রতীপে রক্তমাখা বাতিদান ঝোলে ঘোরালো হাওয়ার স্তন কী দিয়েছে মুঠো মুঠো শুকনো পাতা ছাড়া ধিকধিকে আগুন…
Read Moreনির্বাণ বন্দ্যোপাধ্যায়
জন্ম ১০ নভেম্বর, ১৯৭৪
জন্মস্থান -- বাঁশবেড়িয়া, হুগলি
লেখালেখি শুরু ২০০০ সাল থেকে
দুটো বই:
এই জন্ম, জাদুপ্রবণতা (২০১১)
মাংসাশী মেধার ট্রাপিজ (২০১৩)
জন্মস্থান -- বাঁশবেড়িয়া, হুগলি
লেখালেখি শুরু ২০০০ সাল থেকে
দুটো বই:
এই জন্ম, জাদুপ্রবণতা (২০১১)
মাংসাশী মেধার ট্রাপিজ (২০১৩)