বীরেন্দ্র চট্টোপাধ্যায়

বীরেন্দ্র চট্টোপাধ্যায় অ্যালবাম

 

কবির কিছু বইয়ের প্রচ্ছদ

 

 

 

 

 

 

 

 

 

 

বীরেন্দ্র চট্টোপাধ্যায় কৃত  কিছু ফোল্ডার

 

 

 

 

 

 

 

 

সাহিত্যবাসরের ছবি

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রচ্ছদপটের তথ্যপঞ্জী

কাব্যগ্রন্থ / কাব্যপুস্তিকা

১। শিরোনাম : আর এক আরম্ভের জন্য
প্রথম প্রকাশ : ২৫ বৈশাখ,১৩৮৮ / মে, ১৯৮১
প্রকাশক : সুরজিৎ ঘোষ, প্রমা প্রকাশনী, কলকাতা
গ্রন্থস্বত্ব : রানী চট্টোপাধ্যায়
প্রচ্ছদশিল্পী : সুবোধ দাশগুপ্ত
মুদ্রাকর : গীতারানী ঠাকুর, জেনুইন প্রিন্টার্স,কলকাতা
মূল্য : ছ’ টাকা
উৎসর্গ : শ্রী সুখময় চক্রবর্তী শ্রী পৃথ্বীশ বাগচি সুচরিতেষু
শক্ত বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ৮ + ৫৬
কবিতার সংখ্যা : ৪৮

২। শিরোনাম : মহাপৃথিবীর কবিতা (অনুবাদিত কবিতার সঙ্কলন)
দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ: বৈশাখ,১৩৮৭ /এপ্রিল-মে,১৯৮০(১ম প্রকাশ: মাঘ,১৩৮৩)
প্রকাশক : বুদ্ধদেব চট্টোপাধ্যায়, কলকাতা
পরিবেশক : কথা্শিল্প,কলকাতা
গ্রন্থস্বত্ব : –
প্রচ্ছদশিল্পী : মলয়শঙ্কর দাশগুপ্ত
মুদ্রাকর : সরোজকুমার চক্রবর্তী, শ্রীবিষ্ণু প্রেস, কলকাতা
মূল্য : আট টাকা
উৎসর্গ :প্রণব মুখার্জী প্রিয়তোষ মৈত্রেয় সৌরীন্দ্রনাথ ভট্টাচার্য সুচরিতেষু
শক্ত বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ৬ + ৭০
কবিতার সংখ্যা : ৬৬

৩। শিরোনাম : দিবস রজনীর কবিতা
প্রথম প্রকাশ : জুন, ১৯৭৯
প্রকাশক : অসীমকৃষ্ণ দত্ত, কবিকণ্ঠ প্রকাশনী, কলকাতা
গ্রন্থস্বত্ব : –
প্রচ্ছদশিল্পী : মলয়শঙ্কর দাশগুপ্ত
মুদ্রাকর : চৈতালী আর্ট প্রেস, কলকাতা
মূল্য : এক টাকা পঞ্চাশ পয়সা
উৎসর্গ :‘মৃত্যোর্মাহমৃতং গময়’ বৌদি বীণা মিত্র-কে
নরম বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ২ + ১৪
কবিতার সংখ্যা : ১১

৪। শিরোনাম : বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা (ভারবি সংস্করণ)
প্রথম প্রকাশ : ফাল্গুন, ১৩৭৬ / মার্চ, ১৯৭০
প্রকাশক : গোপীমোহন সিংহরায়, ভারবি, কলকাতা
গ্রন্থস্বত্ব : বীরেন্দ্র চট্টোপাধ্যায়
প্রচ্ছদশিল্পী : পূর্ণেন্দু পত্রী
মুদ্রাকর : কালীপদ মজুমদার, শ্রী দুর্গা প্রিন্টিং হাউস, কলকাতা
মূল্য : ছ’ টাকা
উৎসর্গ : অরুণ মিত্র চঞ্চলকুমার চট্টোপাধ্যায় শ্রদ্ধাস্পদেষু
শক্ত বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ১২ + ১১৬

৫। শিরোনাম : মুণ্ডহীন ধড়গুলি আহ্লাদে চিৎকার করে
তৃতীয় সংস্করণ: ফেব্রুয়ারী ১৯৭৪ (প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী, ১৯৭২)
প্রকাশক : শান্তি আচার্য, শুকসারী প্রকাশক, কলকাতা
গ্রন্থস্বত্ব : –
প্রচ্ছদশিল্পী : চারু খান
মুদ্রাকর : মডার্ন প্রিন্টার্স (ইণ্ডিয়া), কলকাতা
মূল্য : এক টাকা
উৎসর্গ : –
নরম বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ২ + ১৪
কবিতার সংখ্যা : ২০

৬। শিরোনাম : শীত বসন্তের গল্প
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী, ১৯৭৭
প্রকাশক : প্রণব মুখার্জি, যুবকণ্ঠ প্রকাশনী, কলকাতা
গ্রন্থস্বত্ব : –
প্রচ্ছদশিল্পী : মলয়শঙ্কর দাশগুপ্ত
মুদ্রাকর : নবদ্বীপ বসাক, পাবলিসিটি কনসার্ন, কলকাতা
মূল্য : এক টাকা পঞ্চাশ পয়সা
উৎসর্গ : কাজী সব্যসাচী কল্যাণীয়েষু
নরম বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ৫ + ১৯
কবিতার সংখ্যা : ৩১

৭। শিরোনাম : পৃথিবী ঘুরছে
প্রথম প্রকাশ : ৭ নভেম্বর, ১৯৭৫
প্রকাশক : অনুপ গুপ্ত ও মহাদেব চক্রবর্তী, স্মরণ প্রকাশনী, কলকাতা
গ্রন্থস্বত্ব : –
প্রচ্ছদশিল্পী : মণীন্দ্র মিত্র
মুদ্রাকর : নবদ্বীপ বসাক, পাবলিসিটি কনসার্ন, কলকাতা
মূল্য : এক টাকা
উৎসর্গ : –
নরম বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ২ + ১৪
কবিতার সংখ্যা : ২৪

৮। শিরোনাম : সেই মানুষটি, যে ফসল ফলিয়েছে
আফ্রিকা ও অ্যামেরিকা-র কৃষ্ণাঙ্গ কবিতার অনুবাদ
দ্বিতীয় সংস্করণ: মাঘ ১৩৮০/জানুয়ারী-ফেব্রুয়ারী ১৯৭৪ (প্রথম প্রকাশ: আষাঢ়,১৩৮০)
প্রকাশক : মলয়শঙ্কর দাশগুপ্ত
গ্রন্থস্বত্ব : –
প্রচ্ছদশিল্পী : –
মুদ্রাকর : ফিনিক্স প্রিন্টার্স,কলকাতা
মূল্য : এক টাকা পঞ্চাশ পয়সা
উৎসর্গ : অর্চনা, কেয়া, মিঠুন-কে
নরম বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ৪ + ২০
কবিতার সংখ্যা : ১০

৯। শিরোনাম : বেঁচে থাকার কবিতা
প্রথম প্রকাশ : ১ মে, ১৯৭৮
প্রকাশক : সুরেশ ভদ্র
গ্রন্থস্বত্ব : –
প্রচ্ছদশিল্পী : মলয়শঙ্কর দাশগুপ্ত
মুদ্রাকর : প্রত্যয় প্রেস,কলকাতা
মূল্য : তিন টাকা
উৎসর্গ : হাবুল দাস ক্ষিতি গোস্বামী সুচরিতেষু
নরম বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ৭ + ৪১
কবিতার সংখ্যা : ৪০

১০। শিরোনাম : ভিয়েতনাম ভারতবর্ষ
প্রথম প্রকাশ : অক্টোবর, ১৯৭৪
প্রকাশক : প্রণব মুখার্জি, যুবকণ্ঠ প্রকাশনী, কলকাতা
গ্রন্থস্বত্ব : –
প্রচ্ছদশিল্পী : মলয়শঙ্কর দাশগুপ্ত
মুদ্রাকর : নবদ্বীপ বসাক, পাবলিসিটি কনসার্ন, কলকাতা
মূল্য : দেড় টাকা
উৎসর্গ : –
নরম বোর্ডবাঁধাই। পৃষ্ঠাসংখ্যা : ০ + ১৬
কবিতার সংখ্যা : ১৪

 

কবিতার ইস্তাহার / ফোল্ডার

১। শিরোনাম : মানুষের সপক্ষে
প্রথম প্রকাশ : ১লা মে, ১৯৭৯
সম্পাদনা : প্রণব মুখার্জি
প্রকাশক : সুরেশ ভদ্র
মুদ্রাকর : প্রত্যয় প্রেস,কলকাতা
মূল্য : ১৫ পয়সা
কবিতার বিবরণ: ‘আচার্য’ বীরেন্দ্র চট্টোপাধ্যায়/ ‘মরে মরুক ছাওয়াল’ সাগর চক্রবর্তী/
‘চোরের মা, ইত্যাদি’ অজাতশত্রু/‘শ্রীযুক্ত ভাবে’র প্রতি একটি নিবেদন’ সুভাষ ভদ্র/ এবং
‘কানা মাছি ভোঁ ভোঁ’ উলুখড়।

২। শিরোনাম : নীলকমল লালকমল
প্রথম প্রকাশ : নভেম্বর, ১৯৭৯
প্রকাশক : প্রণব মুখার্জি
মুদ্রাকর : সুভাষ ভদ্র, প্রত্যয় প্রেস,কলকাতা
মূল্য : ৩০ পয়সা
কবিতার বিবরণ: এই ফোল্ডারে বীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর ৯ টি কবিতা মুদ্রিত হয়েছিল;
যথাক্রমে ‘আন্তর্জাতিক প্রহসন নয়, সত্যিকারের পৃথিবীর জন্য’,‘অন্য নচিকেতা’,
‘“ঠাকুরমার ঝুলি” থেকে’, ‘মানুষের মুখ’, ‘কবি গোবিন্দ চন্দ্রদাস:এই বাংলাদেশ’,‘নীলকমল
লালকমল’, ‘একটি অসমাপ্ত কবিতা’,‘মানুষ মানে’ এবং ‘কালকেতু-ফূল্লরার গল্প’।

৩। শিরোনাম : রাজা আসে যায়
পুলিসী সন্ত্রাস ও রাজনৈতিক ভণ্ডামির প্রতিবাদে কবিতা সংকলন
বীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর ১৯ টি কবিতা সম্বলিত এই সংকলনটি
কবির জীবনাবসানের পর প্রকাশিত হয়।
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর, ১৯৯০
প্রকাশক : কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণ কমিটি-র পক্ষ থেকে সুমিত
চট্টোপাধ্যায় ও বুদ্ধদেব চট্টোপাধ্যায়।
মুদ্রাকর : প্রিজম প্রিন্ট, কলকাতা।
মূল্য : এক টাকা
কবিতার বিবরণ: ‘প্রশ্ন ছিল’, ‘গুলি চলছে’, ‘মুণ্ডহীন ধড়গুলি আহ্লাদে চিৎকার করে’,
‘পশুর অহঙ্কার নয়’, ‘কত সহজে’, ‘যাদব’, ‘মস্ত রাজা লিয়র’,‘এক টুকরো লাল
কাপড়’,‘শান্তি ওঁ শান্তি’,‘ট্যাক্স’, ‘জননী বলেন’,‘সম্রাট’, ‘তিনি যখন’, ‘পৃথিবী ঘুরছে’,
‘রাজা আসে যায়’,‘মানুষখেকো বাঘেরা বড় লাফায়’, ‘ভয় দেখানোর গল্প’, ‘এভাবেই
বুঝি’ ও ‘সাগ্নিক’।

৪। শিরোনাম : আমাদের ইতিহাস-স্যার এবং তাপ্পি আর ওভারকোটের গান
প্রথম প্রকাশ : মার্চ, ১৯৭৯
প্রকাশক : বরুণ রায়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।
মুদ্রাকর : অমি প্রেস, কলকাতা।
মূল্য : তিরিশ পয়সা
কবিতার বিবরণ: এই ফোল্ডারে বীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর ৫ টি কবিতা (যথাক্রমে
‘বানভাসি’, ‘ইতিহাস-স্যার’, ‘স্থির চিত্র’, ‘রিহার্সাল’, ‘পুলিশ দিয়ে’)এবং বের্টল্ট ব্রেশট-
এর দু’টি কবিতার (যথাক্রমে ‘যারা টেবিল থেকে মাংসের ভাগ তুলে নেয়’, ‘তাপ্পি আর
ওভারকোটের গান’) বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছিল। এই ফোল্ডারে অনুবাদকের পরিচয়
অনুল্লিখিত থাকলেও ভিন্ন সূত্র (অনুবাদগ্রন্থ: ‘মহাপৃথিবীর কবিতা’) থেকে জানা যায় যে,
দু’টি কবিতাই বীরেন্দ্র চট্টোপাধ্যায় অনুবাদ করেছিলেন।

৫। শিরোনাম : কবির মৃত্যু নেই
কাজী নজরুল ইসলাম-কে নিবেদিত কবিতা
প্রথম প্রকাশ : অনুল্লিখিত। (ভাদ্র ১৩৮৩/অগাস্ট-সেপ্টেম্বর ১৯৭৬ ?)
প্রকাশক : বরুণ রায়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।
মুদ্রাকর : অমি প্রেস, কলকাতা।
মূল্য : তিরিশ পয়সা
কবিতার বিবরণ: এই ফোল্ডারে বীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর ৮ টি কবিতা (যথাক্রমে
‘বিষণ্ণ মানুষের গান’, ‘কাজী নজরুল ইসলাম’, ‘নজরুল যে কালে “বিদ্রোহী” কবিতা
লিখেছিলেন’, ‘বরং আঁধার’, ‘তাঁর মতো কেউ’, ‘দেয়ালে নজরুলের ছবি’, ‘রোগশয্যায়’,
‘কবির মৃত্যু নেই’)মুদ্রিত হয়েছিল। এগুলির মধ্যে কয়েকটি কবিতা পুরানো, বাকি
সদ্যরচিত। নতুন কবিতা রচনার তারিখ থেকে অনুমান করা যায়, এই ফোল্ডারটি কাজী
নজরুল ইসলাম-এর(তিরোধান দিবস ২৯.৮.১৯৭৬)প্রতি নিবেদিত বীরেন্দ্র চট্টোপাধ্যায়-
এর শ্রদ্ধার্ঘ্য।

কৃতজ্ঞতাঃ ছবিগুলি কবি-কন্যা মিত্রা ঘোষ চট্টোপাধ্যায় এবং কবি গৌতম বসুর সৌজন্যে প্রাপ্ত।

 

Facebook Comments

Related posts

Leave a Comment