নীলাব্জ চক্রবর্তী

নীলাব্জ চক্রবর্তী-র কবিতাগুচ্ছ

 

সিনট্যাক্স ভাবতে ভাবতে

একটা অ্যালগরিদম
সরে পড়ছে
দু আঙুলের ফাঁক দিয়ে
গলে যাওয়া
মানে
জ্যোৎস্নার সিনট্যাক্স
ভাবতে ভাবতে
উপকূলবর্তী শব্দটার ঘ্রাণ
কেমন
ফারাক এনে
এতদূর দৃশ্যচেতনায়
বাউন্স করছে
একটা কাগুজে ইশারা
মাংসের শব্দে শব্দে
যে স্মৃতি
এক ঘটমান বর্তমান ক্রিয়া হয়ে…

 

রঙ এক ফ্রেম

রঙ এক ফ্রেম
ছিঁড়ে ফেলছে
জলে পড়া একটা দিনের ভেতর
বোটানিকা বোটানিকা
উচ্চারণে
পাতার বিজ্ঞাপন
শান্ত একটা পতাকায়
সরে যাচ্ছে
একটা ব্যালান্সিং অ্যাক্ট খুব
ফিকে
ছায়া খুলে
ভাঙা ভাঙা লাইন পড়েছে
পোড়া ভাষায়
যা কিছু জন্মদাগ পর্যন্ত
চকোলেট ক্ষেতের আরও ডানদিক বরাবর
জ্বর আসার অপেক্ষা নিয়ে…

 

মানচিত্র বিষয়ক কয়েকটি কথা

হরফ ঝরে পড়ছে
কাঁচের
অনেকটাই
ফ্লোরাল
বাক্সের ভেতর থেকে
মানচিত্র বিষয়ক কয়েকটি কথা দেওয়া নেওয়া
সাদাকালো যে ভাষার জীবন পর্যন্ত
আমি এই সাধ্যাতীত গান
ভেঙে
খুব পজিটিভ একটা মনস্তত্ত্ব
স্পাইরালি
প্লট করতে
সাবপ্লট করতে
ধোঁয়া এক স্পষ্ট কোয়াড্রান্ট হচ্ছে যেন…

 

পতাকার জন্য পতাকা

এক-মানুষ-সমান বিকেলে
একটা এক্সপ্রেশান
ফাঁকা ফ্ল্যাটবাড়ির ধুলোবালিতে
কেমন হাত ফসকে পড়ে
পতাকার জন্য পতাকা
এগিয়ে আসছে
নাতাশা নামের জল
দুটো জানলা
বারবার
ক্যামেরা ছিঁড়ে ফেলছে দেখে
বিবৃতির পর বিবৃতি
আংটা
বালিশ
স্মৃতি
কোনকিছুই আর তেমন কাজে আসছে না…

 

কোথাও প্রতীক্ষা শব্দে

তুমি করছে
বার্তা দুই বার্তা তিন
ফ্রি ফল
মানে
ভাষা নিয়ে একটা কথা হচ্ছে
কাঁটা অবধি
বয়ে যাওয়া
এই যে জলের দাগ বরাবর
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায়
জানলা বদলে বদলে
কোন একটা গানের লাইন
বেঁকে যাচ্ছে বলে
কোথাও প্রতীক্ষা শব্দে ফুল ফল দেশ
গানরঙা এক কাঁচ হয়ে
ঘর ঘর করছে যে আয়না…

Facebook Comments

Related posts

Leave a Comment