অভিশপ্ত সম্রাট
সাতজন্ম তপস্যা করেও তোমাকে পাইনি।
ঈশ্বরের অসমাপ্ত ট্রেনে শুয়ে থাকি
এখানে জাগাবার কেউ নেই
বিদ্যুৎ চমকায়।
আধপোড়া।
তোমাকে সেঁকবো বলে
আগুন সেঁকেনি বহুকাল।
শীত ব্যালকনি বাইছে
তার গুনাগুন কে বিচার করবে।
আক্ষরিক অর্থে মেঘের পদাবলি
সব উপন্যাসেই রক্ষণশীল
শুধু চারপাশ বরফগোলা
নাবিক নাবিক খেলছে।
একটি গুড নাইট কবিতা
ঘুমতে যেতে চাই
ঘুম আসে না।
অল্প মাত্রায় হাহাকার খাই
একটু হাঁটাচলা দিই
ঘুম পরগনায় তখন জোয়ার
শুধু আবছায়ায় মনে পড়ে
কাল খুব ভোরে তোমাকে পৌঁছে দিতে হবে।
চিঠি
ভিজব বলে কথা দিই
ভেজা হয় না।
রাখালের মত খেলব বলে
ছেড়েছি ঘর
তুমি এলে না।
কদমফুল ঝরছে অহরহ
পুকুরের জলে শ্রাবণ
আজ ইস্কুল ছুটি
পুতুলদের অবগাহন।
প্রতিবাদী
যেন মনে হবে আমি প্রতিবাদী
পুরনো রেডিওর মতন চিন্তাসূত্র
লাশ পুড়ছে নামগোত্রহীন ভরবেগে
প্রতিবাদের যতরকম অধ্যয়ন
ফটোশপে বিষাদ সরোবর
সব জল দিয়ে গুলে খেয়ে নিই
কানে তরঙ্গ। চোখে খিঁচুনি।
কোনদিন চন্দ্রগ্রহণ দেখিনি।
খুব সুন্দর