মুখোমুখি : সরাশিল্পী সুকুমার পাল

সরা মানে আমরা সাধারণত জানি মাটির তৈরি এক ধরনের পাত্র বা ঢাকনা। সরার উপরিতলে যে ছবি আঁকা হয় তাকে বলে সরাচিত্র। সরাচিত্র রীতিগত ভাবে লোকশিল্পের অন্তর্গত । লোক থেকেই উদ্ভুত শিল্পকেই আমরা সাধারণত লোকশিল্প বলি। লোক শিল্প এককভাবে গড়ে ওঠে না। গোষ্ঠীজীবন থেকে উঠে আসে লোকশিল্প।লোকসংস্কৃতিবিদ সুধীর চক্রবর্তী বলেছেন―”লোকশিল্পের মূল ভিত্তি হচ্ছে আত্মপ্রত‍্যয়, জন্মার্জিত সংস্কার, দীর্ঘদিনের ঐতিহ‍্যবাহিত শিল্পবোধ–এগুলো তারা পেয়ে গেছে।” লোকশিল্পের সঠিক সংজ্ঞা এখনও গড়ে ওঠেনি। তবে এখনও সচেতনভাবে এ নিয়ে গবেষণা চলছে। কিন্তু একথা ঠিক যে লোকশিল্প সাধারণ লোকের জন‍্য সাধারণ লোকের সৃষ্টি। এর মধ‍্যে মিশে থাকে সমাজের…

Read More