মনোজ দে

মনোজ দে’র গুচ্ছ কবিতা

গজদন্তের মেয়ে

১.
যেন সেনাপতি, কোনো এক কোন ঘেঁষে
এগিয়ে, উজ্জ্বল; যুদ্ধক্ষেত্রে প্রস্তুত রমণী
ভাবছি সমর্পন করবো। প্রতিকীর
সামনে দাঁড়িয়ে বলবো, কবুল, কবুল, কবুল

২.
মাঝে মাঝে নিজেকে অদ্ভুত লাগে
সব অভিযোগ জড়ো করি; সেরে উঠব ভাবি
সচেতন যুবক হিসাবে জানানো জরুরি
তোমার হাসির আরও ভেতরের কোণে
রাখা আছে পুরুষের ছোঁয়াচে অসুখ

৩.
জ্বর নয়। এ এক অদ্ভুত স্বপ্নদোষ
তাড়া করে; ঘুমোতে পারি না বেশিক্ষণ
আবহাওয়া থমথমে। তোমাকে দেখার পর
যেকোনো স্বাভাবিকতায় ঈষৎ ভিজে যায়

৪.
সাদা সংলাপ, পাতার পর পাতা; মনে হয়
জ্বরের ওষুধ; আমাদের অবয়ব জুড়ে শুয়ে
বন্ধু করিনি অথচ; কতখানি ন্যাওটা দেখো
এত ভালোবাসা, স্নেহ, যত্ন দেখার পরেও
হেসে ওঠে, পিছু নেয়, বাতিল অর্কিড

৫.
সমস্ত, সমস্ত রহস্য গড়িয়ে যাচ্ছে
তুমুল বর্ষণে; আমাদের দেখা হওয়াগুলো
এভাবেই ক্ষতিগ্রস্ত হয়; বাধা আসে, তবু সে অদম্য
যেন কিশোর হোঁচট বাঁচতে বাঁচতে মৃদু পায়ে
নিজেকে সামলায়; ব্রণ আসে
কোনো একদিন চুম্বনে ফেটে পড়বে বলে

৬.
বিষণ্ন আড়াল গজিয়ে উঠেছে
বাইশের মেয়ে; এসমস্ত ভাল্লাগেনা
চায় বয়ে যাক, ভেসে যাও খানিক দামাল, অঙ্ক খাতা
প্রিয় নদী, যা কিছু তোমায় যুবতী হতে দিচ্ছে না

Facebook Comments

Related posts

One Thought to “মনোজ দে’র গুচ্ছ কবিতা”

  1. দিশারী মুখোপাধ্যায়

    দুনিয়াদারি কবিতা ও অন্যান্য লেখা নিয়ে বেশ আকর্ষণীয় ।

Leave a Comment